মন বাড়িয়ে দিলেম
- জুয়েল আদীব ০৫-০৫-২০২৪

বুকের কথা মুখেই রেখে
মন বাড়িয়ে দিলেম, পরী
হাত বাড়ালেই ছুঁতে পারি
তবু দৃষ্টি দিয়ে আঁকড়ে ধরি।

অনুভবের কোন্ কার্ণিশে
জাগায় তোমার শিহরণ
তুমি কি বুঝতে পারো
আমার আঁখির বিচরণ।

চাইলে তুমি জিগরখানি
তুলে দেবো তোমার হাতে
ডুব সাঁতারে মুগ্ধ হবো
মৃণাল দেহের জলপ্রপাতে।

সুখ শ্রাবণের বৃষ্টি হয়ে
ভিজিয়ে দাও হৃদয়পুর
বিজলী মেয়ে মিষ্টি হেসে
যেওনা চলে অচিন্ দূর।
11.07.2006

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
১১-০৮-২০১৬ ২২:০৫ মিঃ

সাহিত্যে উঠে আসুক জীবনের চবি

rjmahin
১১-০৮-২০১৬ ০৯:৫০ মিঃ

অসাধারন